বোয়ালমারীতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
‘আমরা বলি, আমরা শিখি, আমরা জয়লাভ করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল। সোমবার ২৭ অক্টোবর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুম প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়।
মেলায় উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জর্জ একাডেমি, সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়সহ ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অংশ নেয়। শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে নানান সৃজনশীল প্রদর্শনী উপস্থাপন করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় মাধ্যমিক পর্যায়ের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব।
বিতর্ক প্রতিযোগিতায় বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনিবা প্রথম স্থান অর্জন করে বিজয়ী হয়। রানারআপ হয় সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদ, কৃষি কর্মকর্তা আলভীর রহমান এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বোয়ালমারী উপজেলা শিশু পার্কের উদ্বোধন করেন।
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ