বলিপাড়া বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 27, 2025 - 16:14
 0  43
বলিপাড়া বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

বান্দরবান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সমন্বয়ে এই সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত ১৩ দোকান মালিকের প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ এবং ৩০ কেজি করে চালের ডেলিভারি অর্ডার (ডিও) দেওয়া হয়। চাল উত্তোলনের জন্য স্থানীয় খাদ্যগুদাম থেকে এই ডিও বিতরণ করা হয়।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে আলিকদম) মনজুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মসফিকুর রহমান, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা, সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে ইউএনও মনজুর আলম বলেন, “সরকার সব সময় দুর্যোগ ও বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে। এই সহায়তা মানবিক উদ্যোগেরই অংশ, যা প্রশাসন ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও দৃঢ় করবে।”

উল্লেখ্য, গত শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow