সালথায় সংবাদ সম্মেলন করে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Nov 22, 2025 - 19:46
 0  6
সালথায় সংবাদ সম্মেলন করে শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ, বিএনপিতে যোগদানের ঘোষণা

'বিএনপির আদর্শ আমার ভালো লাগে, তাই বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করতে চাই' সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে নিজ দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদ ফকির।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউষখালী বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পদসহ আওয়ামী লীগের সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

মো. এমদাদ ফকির বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত মোসলেম ফকিরের ছেলে। তিনি বাউষখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে এমদাদ ফকির বলেন, দীর্ঘদিন ধরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম দলের নীতি ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণেও দলীয় কার্যক্রমে মনোনিবেশ করতে পারছিলাম না।

তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গের অগ্রণী কন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের রাজনৈতিক দূরদর্শিতা, এলাকাবাসীর প্রতি তার আন্তরিকতা এবং বিএনপির আদর্শ আমাকে আকৃষ্ট করেছে। তাই স্বজ্ঞানে এবং স্বেচ্ছায় শ্রমিক লীগের সব পদ থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।

বিএনপির নেতাকর্মীদের আচার-ব্যবহার তাকে মুগ্ধ করেছে দাবি করে এমদাদ ফকির বলেন, আমি এখন থেকে বিএনপির একজন কর্মী হিসেবে রাজনৈতিক জীবনের নতুন পথচলা শুরু করতে চাই।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow