টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার সেরা রাণীনগর উপজেলা
মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে নওগাঁ জেলায় প্রথম স্থান অর্জন করেছে রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি–পেশার মানুষের সহযোগিতায় এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ছেলে-মেয়েদের মারাত্মক রোগ টাইফয়েড থেকে সুরক্ষা নিশ্চিত করতে গত ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়। এ ক্যাম্পেইনে রাণীনগর উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন এবং কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জনকে লক্ষ্য ধরে টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। টিকা গ্রহণের হার স্কুলে ১০০ শতাংশ, কমিউনিটিতে ১০১ শতাংশ এবং সামগ্রিকভাবে অর্জন হয়েছে ১০০.৭২ শতাংশ। রিপোর্ট হয়েছে Vax ইপিআই সিস্টেমে শতকরা ৯২ শতাংশ। ক্যাম্পেইনের অনলাইন এন্ট্রি হয়েছে ৪২,৮৪৩টি এবং মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮,৭২৬টি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন জানান, "ক্যাম্পেইনটি সফল করতে ব্যাপক প্রচার–প্রচারণার ব্যবস্থা করা হয়েছিল। যাতে একজন ছেলে কিংবা মেয়ে বাদ না পড়ে। অভিভাবকদের সচেতন অংশগ্রহণেই আমরা কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছি। উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সার্বিক সহযোগিতার ফলেই রাণীনগর প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জন পুরো রাণীনগরবাসীর। ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত থাকলে জেলার সব কার্যক্রমে রাণীনগরই প্রথম থাকবে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, "সবার সহযোগিতায় আমরা পুরো ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। বিশেষ করে মাদ্রাসা ও এতিমখানায় টিকাদান কার্যক্রম এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আন্তরিক প্রচেষ্টার ফলেই কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ক্যাম্পেইন শেষ করা সম্ভব হয়েছে। আশা করছি এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।"
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ