আলফাডাঙ্গায় যাতায়াতের পথ নিয়ে বিরোধে হামলা, নারীসহ ৩ জন আহত

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Dec 19, 2025 - 18:27
 0  12
আলফাডাঙ্গায় যাতায়াতের পথ নিয়ে বিরোধে হামলা, নারীসহ ৩ জন আহত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কটুরাকান্দি গ্রামে যাতায়াতের পথ নিয়ে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে স্বর্ণালঙ্কার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী ফুল মিয়া (৪৪) আলফাডাঙ্গা থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী জাকির শেখ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বসতবাড়ি থেকে যাতায়াতের পথ নিয়ে বিরোধ চলে আসছিল। মাঝেমধ্যে তাদের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হতো। ফুল মিয়া পেশায় একজন ইজিবাইক চালক।

অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে ফুল মিয়া বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হতে চাইলে বিবাদীরা পথ বন্ধ করে দেন। এতে বাধা দিলে জাকির শেখ, তামিম শেখ, আকাশ শেখ ও রত্না বেগমসহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে।

এ সময় ফুল মিয়ার পুত্রবধূ কাকলী বেগম বাধা দিতে গেলে তামিম শেখ হাতে থাকা কাঠের চৌকাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। একইভাবে ছেলে সুমন শেখ এগিয়ে এলে জাকির শেখ বাঁশের লাঠি দিয়ে তার মুখের ডান পাশে আঘাত করেন। এতে রক্তজমাট কালচে জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে রত্না বেগম কাকলী বেগমের গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় মামলা করলে খুন, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়।

পরে আহত ফুল মিয়া, তার ছেলে সুমন শেখ ও পুত্রবধূ কাকলী বেগম আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে চিকিৎসা নেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow