সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি পাশে থাকবে: খন্দকার নাসিরুল

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Sep 21, 2025 - 19:23
 0  4
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি পাশে থাকবে: খন্দকার নাসিরুল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় সভায় ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে উপজেলা বিএনপি তাদের প্রতিহত করবে। তিনি বলেন, "ফরিদপুর-১ আসনে আমরা হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই।"

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী পৌর সদরের জর্জ একাডেমী হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার নাসিরুল ইসলাম আরও বলেন, "মুসলমানদের মসজিদ কাউকে পাহারা দিতে হয় না। তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? এদেশে আমি যেমন একজন নাগরিক, আপনিও একজন নাগরিক। সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, নিজেদের দুর্বল ভাবলে হবে না। নিজেদের প্রতিরোধ নিজেদেরই গড়ে তুলতে হবে, প্রয়োজনে আমরা সর্বপ্রকার সহায়তা করবো।"

তিনি ফরিদপুর-১ আসনকে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী জনপদ হিসেবে উল্লেখ করে বলেন, যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সব ধরনের সহায়তা করবেন বলে তিনি আশ্বাস দেন। অনুষ্ঠানে মোট ১২২টি মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. আ. কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহ-সম্পাদক ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস এবং পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow