খোকসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন এবং শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় একটি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার বিলজানি গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ এই সমাবেশের আয়োজন করে।
গ্লোরিয়াস কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মো. বদরউজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।
প্রধান অতিথির বক্তব্যে বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষাও অপরিহার্য। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।" তিনি শিশুদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ না দিয়ে তাদের মানসিক বিকাশের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান।
এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাংবাদিক পুলক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আনোয়ার খাঁন, লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস এবং খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ আজমল।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে একটি ত্রিভুজ সম্পর্ক বিদ্যমান। এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া ভালো ফলাফল অর্জন সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. বদরউজ্জামান দুর্জয় বলেন, "আমাদের মূল লক্ষ্য শুধু পুঁথিগত বিদ্যা নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। এই যাত্রায় অভিভাবকদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।"
সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়া বিষয়ক বিভিন্ন মতামত তুলে ধরেন এবং শিক্ষকরা তা সমাধানের আশ্বাস দেন। এই আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






