সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডাক দিল বিএনপি

আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, "আমরা তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব।" বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌর বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "বাংলার ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে হবে। ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আমরা করবই করব, ইনশাআল্লাহ। এটাই হোক আমাদের অঙ্গীকার।"
নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কক্ষে অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন স্বরূপকাঠী পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান।
বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাউন্সিলের মূল পর্ব শুরু হয়। কাউন্সিলে পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






