মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু-মাটি বিক্রির রমরমা বানিজ্য 

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
Mar 27, 2024 - 18:23
Mar 27, 2024 - 23:27
 0  14
মানিকগঞ্জের কালিগঙ্গা নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে চলছে বালু-মাটি বিক্রির রমরমা বানিজ্য 

মানিকগঞ্জের ঘিওরের শ্রীধরনগর এলাকার কালিগঙ্গা নদীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দেদারসে বালু-মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে স্থানীয় ড্রেজার ব্যবসায়ী ইকবাল প্রধান ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও শ্রমিকলীগ নেতা সানোয়ার, পয়লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক অভি। 

সরজমিনে গিয়ে দেখা যায়-কালিগঙ্গা নদীতে ৩টি ড্রেজার মেশিন বসিয়ে যেভাবে  বালু-মাটি উত্তোলন করছে তাতে নদীর পাড় ভেঙে যাচ্ছে এবং পাশ্ববর্তী ৩ ফসলি জমি নদীগর্ভে যে কোন সময় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন, নদীতে এভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু-মাটি উত্তোলন করলে বর্ষা মৌসুমে আমাদের কৃষি জমি ও বাড়ি ঘর নদীগর্ভে চলে যাবে। এদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস পান না। কারন এরা ক্ষমতাশালী। ড্রেজারের পাইপ আমাদের ফসলী জমির উপর দিয়ে বিছানো হয়েছে,এতে রোপনকৃত ফসলের অনেক ক্ষতি হচ্ছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই।
এ বিষয়ে ড্রেজার ব্যবসায়ী ঘিওর উপজেলা শ্রমিকলীগের সভাপতি ,শ্রমিকলীগ নেতা সানোয়ারের নিকটে জানতে চাইলে তিনি বলেন , কালিগঙ্গা নদীতে দু'দিন ধরে ড্রেজার চালাচ্ছি। শুধু আমার একার ড্রেজার চলে না‌। আরো দু'জন চালায়। ওদের সাথেও যোগাযোগ করেন। পরে এক সময় আসবেন বসে কথা বলব। ড্রেজার ব্যবসায়ী  ইকবাল ও অভি একই কথা বলেন। 

এ বিষয়ে জানতে ঘিওর উপজেলা নিবার্হী অফিসার আমিনুল ইসলাম কে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড জানান, কয়েক দিন আগে আমারা অভিযান  চালিয়েছি। অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow