পিরোজপুরের নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 30, 2025 - 17:50
 0  3
পিরোজপুরের নেছারাবাদে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দিবাগত মাঝ রাতে উপজেলার ছারছীনা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একটি মামলার ভিত্তিতে চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে,সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

নেছারাবাদ থানার ডিউটি অফিসার জানান, চেয়ারম্যান নজরুল ইসলামকে রাতে থানায় আনা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠানোর প্রক্রিয়া চলছে।

অন্যদিকে,গ্রেফতারকৃত চেয়ারম্যানের স্ত্রী মোছা. মমতাজ বেগম দাবি করেছেন, তার স্বামী নির্দোষ। তিনি বলেন, “আমার স্বামীর নামে কোনো মামলা নেই। তিনি আওয়ামী লীগ করেছেন বলেই হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে।”

চেয়ারম্যান নজরুল ইসলাম নেছারাবাদের ১০নং সারেংকাঠি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন। পাশাপাশি তিনি পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন বলেন, “একটি মামলার ভিত্তিতে চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow