শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণে বিএনপিও বিমানবন্দরে যাবে: সালাহউদ্দিন
মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মরদেহ গ্রহণ করার জন্য বিএনপি প্রতিনিধি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে বলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন।
সালাহউদ্দিন আরও মন্তব্য করেছেন যে, হাদির শহীদি মৃত্যুতে সামগ্রিকভাবে শোক বিরাজ করছে এবং বিএনপি এটিকে দেশে ও দেশের বাইরে পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন যে নির্বাচনপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে এবং নৈরাজ্য সৃষ্টি করতে বিভিন্ন ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটছে।
হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করে। পরে তার অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহঃপতিবার) রাতে মৃত্যু বরণ করেন। হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আহত করার মূল হোতাদের পলাতক বলেও জানানো হয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ