‎ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Jan 5, 2026 - 18:40
 0  14
‎ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম

নওগাঁ-০৬ (আত্রাই- রাণীনগর) আসনের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দিনরাত গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

‎তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে আনতে এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের বিজয়ী হতে হবে।

‎​তিনি আরও বলেন, আত্রাই-রাণীনগরের মাটি ও মানুষ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিল। কোনো ষড়যন্ত্র বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের জোয়ার থামানো যাবে না। আমরা শান্তিতে বিশ্বাসী, তাই ব্যালটের মাধ্যমেই আমরা সকল অন্যায়ের জবাব দেব ইনশাআল্লাহ।

‎​নেতা-কর্মীদের উদ্দেশ্য করে শেখ মো. রেজাউল ইসলাম রেজু কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ​ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ​প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। এবং ​দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।
‎​
‎​সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই এই এলাকার আসল শক্তি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।

‎ভয় পাবেন না, আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে। ​সবশেষে তিনি সকলকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন এবং এলাকার মুরুব্বিদের কাছে দোয়া ও তরুণ প্রজন্মের কাছে সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow