থানচিতে নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ কামরুজ্জামান, লামা প্রতিনিধি, বান্দরবানঃ
May 7, 2025 - 17:45
 0  3
থানচিতে নারীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবানের থানচি উপজেলায় খেয়াং সম্প্রদায়ের এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার (৭ মে) লামায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লামা আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে সকাল সাড়ে ১০টায় এই কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ মিছিলটি লামা পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্মুখস্থ সড়কে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লামা আদিবাসী ছাত্র সমাজের নেতা শিমুলজালাই ত্রিপুরাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বান্দরবানের থানচি উপজেলার ২নং তিন্দু ইউনিয়নে ৫ মে এক জুমিয়া খেয়াং নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পাহাড়ে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা আরও বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনা ঘটলেও বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি আর কতদিন চলবে?’ তারা পর্যটকদের বিরুদ্ধে ইঙ্গিত করে বলেন, ‘স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীনতা নেই।’

সমাবেশ শেষে আন্দোলনকারীরা প্রশাসনের কাছে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচারসহ বেশ কিছু দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow