শামা ওবায়েদের গাড়িবহরে হামলা: সালথার ১৯ আওয়ামী লীগ নেতাকর্মী কারাগারে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৪ মে) দুপুরে আসামিরা আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাকসুদুর রহমান জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সালথা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার কাজী, আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর, বল্লভদী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউনুস মোল্যা, যদনন্দী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিয়াসহ আরও ১৪ জন আওয়ামী লীগ কর্মী।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা জজ কোর্টের দায়রা সহকারী মো. তমিজউদ্দীন বলেন, “দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।”
উল্লেখ্য, শামা ওবায়েদের গাড়িবহরে হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছিল।
What's Your Reaction?






