ফেনসিডিলসহ মশিউর গ্রেফতার, অভিযানে আহত দুই পুলিশ সদস্য

মো. হাসমত উল্লাহ, লালমনিরহাট প্রতিনিধি
May 4, 2025 - 20:14
 0  2
ফেনসিডিলসহ মশিউর গ্রেফতার, অভিযানে আহত দুই পুলিশ সদস্য

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিল ও একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলসহ মো. মশিউর রহমান (৩২) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবরের নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই নিরুপম রায় ও এএসআই মিলন রায়সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে পুলিশ সদস্যদের মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই রেজাউল করিম ও এসআই নিরুপম রায় মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আলী আকবর জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোচা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”

গ্রেফতার মশিউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow