অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উন্নয়ন প্রকল্পের পথ সুগম করল প্রশাসন

ফরিদপুরের সদরপুর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাড়ীকান্দি গ্রামে দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনাগুলো অবশেষে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের এ অভিযানে রাড়ীকান্দি গ্রামের ফটিক মাতব্বর বাড়ি থেকে ত্রাণের ব্রিজ পর্যন্ত প্রস্তাবিত এইচবিবি (হেরিংবোন বন্ড) রাস্তার প্রকল্প এলাকায় থাকা সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হয়। এই রাস্তা এলাকার জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তা ছিল এলাকাবাসীর প্রাণের দাবি। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে আজ সেই পথ প্রশস্ত হলো। এতে কৃষিপণ্য পরিবহন এবং জনসাধারণের যাতায়াত আরও সহজ হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, “সরকারি উন্নয়ন কাজে বাধা বা অবৈধ দখল বরদাস্ত করা হবে না। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয়রা জমি দিয়েছেন, তাই রাস্তার সীমানার ভেতরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনগণের স্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
What's Your Reaction?






