উৎসব চলাকালে পকেটমার আটক, পুলিশের কাছে সোপর্দ করল জনতা

ফরিদপুর শহরের গোয়ালচামটের শ্রী অঙ্গনে চলমান নয়দিনব্যাপী ধর্মীয় উৎসবের ভিড়ে পকেটমার ধরেছে জনতা। আজ শুক্রবার (৯ মে) বেলা ১২টা ৪০ মিনিটে শ্রী অঙ্গনে পকেটমারির সময় হাতেনাতে ধরা পড়ে রশিদ বিশ্বাস (৫০), পিতা- সালাম বিশ্বাস, গ্রাম- ভায়নাল, জেলা- মাগুরা।
স্থানীয় জনতা দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে তাকে ধরে ফেলে এবং পরে থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, উৎসবকে কেন্দ্র করে এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটেছে। এ ধরনের পরিস্থিতিতে জনসচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, আটককৃত রশিদ বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
What's Your Reaction?






