নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার সাঁথিয়ার সাবেক চেয়ারম্যান

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 29, 2025 - 13:35
 0  3
নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার সাঁথিয়ার সাবেক চেয়ারম্যান

অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের একটি ফুডকোর্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত অপরজন হলেন একই উপজেলার আমোষ গ্রামের বিদ্যুৎ হোসেন (৩৫)।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশের দাবি, তারা একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং দেশব্যাপী সহিংসতা ছড়ানোর পরিকল্পনা করছিল।

পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের হয়ে দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। ওসি আরও জানান, সোহেল রানা খোকনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে সরকারবিরোধী কার্যক্রম সংক্রান্ত কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান সাভার থানার ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow