নওগাঁয় মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে প্রিন্ট মিডিয়া একাদশের জয়ের রং
নওগাঁ জেলা স্টেডিয়ামে বুধবার (২৮ মে) মিডিয়া কাপ প্রীতি ফুটবল ম্যাচে এক অপরূপ দৃশ্যের সাক্ষী ছিল সবাই। এখানে কেবল গোলই নয়, ফুটবল মাঠে ফুটে উঠেছিলো সাংবাদিকদের আন্তরিক বন্ধুত্ব ও সৌহার্দ্যের উজ্জ্বল ছবি। প্রিন্ট মিডিয়া একাদশ তাদের দক্ষতা ও একাত্মতার প্রমাণ দিয়ে ইলেক্ট্রনিক মিডিয়া একাদশকে ৪-২ গোলে পরাজিত করে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার ম্যাচের উদ্বোধন করেন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে থাকে প্রিন্ট মিডিয়া দল, প্রথমার্ধেই তারা তিন গোল করে বড় ব্যবধান গড়ে তোলে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত জয় তাদেরই।
নওগাঁ জেলা প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জেলা রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই ম্যাচের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর আহ্বায়ক এ এস এম রায়হান আলম বলেন, “আমাদের আসল জয় হলো একসঙ্গে খেলা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং বন্ধুত্বের মেলবন্ধন।”
ম্যাচ শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রীতিভোজে সাংবাদিকরা মিলিত হয়ে আনন্দঘন সময় কাটান।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ