পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 15, 2025 - 17:28
 0  2
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের ওমান ভবনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবাগত শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো: ইউনুস আলী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল্লাহ হাওলাদার।

বক্তারা বলেন, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। তাঁরা আরও বলেন, "শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা" এই তিনটি মূলমন্ত্রকে ধারণ করে কলেজটি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক এই বরণ অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাকিব মাহমুদ এবং ছাত্রদল কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মুন্না। এছাড়াও বক্তব্য প্রদান করেন পিরোজপুর মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব তাহমিদ আন নাসিফ।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow