পুত্রবধূ ও তার প্রেমিকের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 15, 2025 - 17:38
 0  3
পুত্রবধূ ও তার প্রেমিকের বিচারের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় শাশুড়ি আসমা আক্তারকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হত্যাকাণ্ডের জন্য নিহত আসমা আক্তারের পুত্রবধূ জান্নাতি আক্তার ও তার পরকীয়া প্রেমিক কালাম হাওলাদারকে দায়ী করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর শহরের আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজনসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য জোরালো আহ্বান জানান।

মানববন্ধনে নিহত আসমা আক্তারের ছেলে শরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, "আমার বড় ভাই প্রবাসে থাকেন। এই সুযোগে তার স্ত্রী জান্নাতি আক্তার আমার ফুফাতো ভাই কালাম হাওলাদারের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। আমার মা আসমা আক্তার বিষয়টি জেনে ফেলায় ভাইয়ের স্ত্রী জান্নাতি ও ফুফাতো ভাই কালাম মিলে আমার মাকে কুপিয়ে হত্যা করে। আমরা জান্নাতি ও কালামের ফাঁসির দাবি জানাচ্ছি।"

বক্তারা আরও অভিযোগ করেন যে, অন্যতম হত্যাকারী হিসেবে অভিযুক্ত কালামের পরিবার ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে, যা তাদের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হত্যাকারীরা যত প্রভাবশালীই হোক, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। একইসাথে, আন্দোলনকারীরা প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow