কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 15, 2025 - 17:43
 0  5
কুবি শিক্ষার্থীকে হত্যাকারীর শাস্তি নিশ্চিতের দাবিতে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের নৃশংস হত্যা ও ধর্ষকের ফাঁসির দাবিতে ৩য় বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ মানববন্ধন করেন। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে আদালত প্রাঙ্গনে প্রবেশ করেন। এসময় তারা প্রায় ঘন্টাখানেক আদালত প্রাঙ্গনে অবস্থান নেন। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বরাবর দুটি পৃথক স্মারকলিপি জমা দেন।

এসময় শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন প্লেকার্ড হাতে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন। 'আমার বোন মরলো কেন? প্রশাসন জবাব চাই'; 'আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই'; 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই'; 'ধর্ষকের দুই গালে জুতা মারো তালে তালে'; 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো'; 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে'; 'বিচার নিয়ে টালবাহানা, চলবেনা চলবেনা'; 'আমার বোন খবরে খুনি কেন বাহিরে সহ নানা স্লোগান দেন। 

এসময় সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, আমরা জানতে পেরেছি আমাদের সহপাঠীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যাতে কোন প্রকার গড়িমসি না করা হয় সেই দাবি জানাচ্ছি।   প্রশাসন যাতে অতিদ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করে তাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি। 

লোক প্রশাসন ১৪ তম আবর্তনের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন সুমাইয়া। তার মা ও তাকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানায়। আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। আর যাতে কেউ এমন সাহস না করতে পারে সেইজন্য প্রশাসনকে সক্রিয় থাকার অনুরোধ জানায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow