কাপ্তাইয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Sep 15, 2025 - 17:22
 0  3
কাপ্তাইয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নারী সমাবেশ অনুষ্ঠিত

রাঙ্গামাটির কাপ্তাইয়ে তারুণ্যনির্ভর, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে উপজেলা তথ্য অফিস এই সমাবেশের আয়োজন করে। উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী তার বক্তব্যে দেশের উন্নয়নে নারী সমাজের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে হলে সমাজের সকল প্রকার বৈষম্য দূর করে একটি ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।" তিনি প্রান্তিক পর্যায়ের নারীদের দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুই অং প্রু মারমা এবং কাপ্তাইয়ের গণমাধ্যমকর্মী ঝুলন দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য অফিসের অফিস সহকারী মোহাম্মদ মইন উদ্দীন।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন বলেন, এই সমাবেশের মূল উদ্দেশ্য হলো উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি করা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow