পিরোজপুরে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 30, 2025 - 16:34
 0  4
পিরোজপুরে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় ভোগান্তিতে এলাকাবাসী

পিরোজপুরে আশঙ্কাজনক ভাবে চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় ভোগান্তিতে এলাকার সাধারণ জনগন।গত এক সপ্তাহে পিরোজপুর সদরে অন্তত ডজনখানেক বাসাবড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) রাত ৩.৩০টার দিকে পিরোজপুর সদরের কলাখালী ইউনিয়নের দাউদপুরে সাবেক ইউপি সদস্য আসাদ খানের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। পিরোজপুর-কলাখালী সড়ক পাশে আসাদের বাড়ীর জানালার গ্রীল কেটে চোর বাড়ীতে ঢুকে বেশ কিছু স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আসাদ মেম্বর ও তার স্ত্রী চিকিৎসার্থে ঢাকায় থাকার সুযোগে এ চুরি সংঘটিত হয় বলে তার পরিবার সূত্র জানায়।
 
আসাদের কলেজ পড়ুয়া মেয়ে চৈতি জানান, সে ও তার দাদী বাড়ীতে ছিলেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে তাদের দালানের জানালার গ্রীল কেটে চোর ঘরের মধ্যে ঢুকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে ঘরে থাকা দু’জনকে জিম্মি করে আলমিরা, স্টিলের বড় ট্রাংক,ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আসাদ মেম্বর জানিয়েছেন তিনি থানায় মামলা দায়ের করবেন। 

এছাড়া পিরোজপুর শহরের আদর্শ পাড়ায় ২২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর সময়ের মধ্যে অন্তত ৬টি চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই পাড়া নিবাসী পিরোজপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হোসনেয়ারা বকুল, আদর্শ স্কুলের সাবেক শিক্ষক আঃ লতিফ, বিশিষ্ট সমাজ সেবক আফজাল হুসাইন লাভলু ও জনৈক নয়নের বাড়ীতে রাতের বিভিন্ন সময়ে চুরি হয়। ছাড়াও শহরের মসিদ বাড়ী এলাকায় দিনে-দুপুরে চুরি সংঘটিত হয়। এসময়ে চোরেরা টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে বাড়ীর মালিকরা জানিয়েছেন। 

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম জানিয়েছেন, ওই সব চুরির ঘটনা পুলিশের নলেজে আছে। তবে ভুক্তভোগীরা কেউ কোনো মামলা না করলেও পুলিশ ৫/৬ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।  তিনি জানান, রাতে পুলিশী টহল বাড়ানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow