পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)এর আয়োজনে "বাল্য বিয়েকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী সদর ইউনিয়নের কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন অফিসার সুব্রত বৈদ্য।
প্রশিক্ষণ শেষে ছাত্রীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ