পিরোজপুর-২ আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত নয়, মাঠে সক্রিয় জামায়াতের শামীম সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 28, 2025 - 15:22
 0  5
পিরোজপুর-২ আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত নয়, মাঠে সক্রিয় জামায়াতের শামীম সাঈদী

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) রাজনৈতিক অঙ্গনে জমে উঠেছে নানা সমীকরণ। কেন্দ্র ঘোষিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শামীম সাঈদী ইতিমধ্যে পুরো নির্বাচনী এলাকাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করলেও বিএনপির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। বিএনপি ও জোটভুক্ত একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন বটে, তবে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা না হওয়ায় অধিকাংশ নেতা-কর্মী রয়েছেন অনিশ্চয়তায়। কেউ কেউ ব্যক্তিগতভাবে প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকলেও অধিকাংশই দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছেন।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেজো পুত্র ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী জামায়াতে ইসলামী মনোনীত একক প্রার্থী হিসেবে প্রচারণার ক্ষেত্র ইতোমধ্যে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই তিনি নিয়মিতভাবে নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। জুলাই দিবস উপলক্ষে তিন উপজেলায় হাজারো নেতা-কর্মী নিয়ে শোডাউন করে তিনি আলোচনায় আসেন। এছাড়া নদীভাঙন কবলিত এলাকায় নৌ-র‍্যালি, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ, কর্মীসভা, ভোটকেন্দ্র প্রতিনিধি সমাবেশসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সরাসরি যুক্ত রয়েছেন। তার অনুপস্থিতিতেও জেলা ও উপজেলা জামায়াতের নেতারা নির্বাচনী প্রচারণা অব্যাহত রেখেছেন।

অন্যদিকে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এখন পর্যন্ত দলীয় প্রার্থী চূড়ান্ত না হওয়ায় একাধিক নেতাই নিজ নিজ অবস্থান থেকে প্রচার চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন, তিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের পুত্র ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি। এছাড়া ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা জসীম উদ্দীন, এবং কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান কবির মাঠে সক্রিয় রয়েছেন। একই সঙ্গে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রচারণা চালাচ্ছেন।

এদিকে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও এ আসনে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে গত সরকারে অংশ নেওয়ায় তার জনপ্রিয়তা এখন প্রশ্নের মুখে পড়েছে।

পিরোজপুর-২ আসনের তিন উপজেলার মধ্যে নেছারাবাদে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এখানকার জনগণের সমর্থনই নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া আসনে প্রায় এক-চতুর্থাংশ হিন্দু ভোটার থাকায় এবং আওয়ামী লীগ থেকে প্রার্থী না থাকায় এই ভোটব্যাংককে প্রভাবিত করাই হবে প্রার্থীদের প্রধান লক্ষ্য। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর-২ আসনে বিএনপি এখন প্রার্থী চূড়ান্ত না করলেও জামায়াতের শামীম সাঈদী নির্বাচনী মাঠে ইতোমধ্যেই এগিয়ে রয়েছেন। তবে বিএনপি প্রার্থী ঘোষণা দিলে মাঠের চিত্রে পরিবর্তন আসতে পারে বলে অনেকে মনে করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow