পিরোজপুরে এসডিএফ’র উদ্যোগে ‘যুব ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 28, 2025 - 15:01
 0  2
পিরোজপুরে এসডিএফ’র উদ্যোগে ‘যুব ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

‎পিরোজপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫”এর গ্রাহক সেবা পক্ষ পালন উপলক্ষে এক যুব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এসডিএফ পিরোজপুর জেলা অফিসের আয়োজনে ও এসডিএফ বরিশাল আঞ্চলিক অফিসের সহযোগিতায় জেলা শহরের এনজেডিসিএস ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সোশ্যাল  ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)এর জেলা ব্যবস্থাপক ড. অসীম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবদুল হাই মল্লিক।

 পিরোজপুর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা কর্মকর্তা (আইসিবি) মেজবাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর জেলা কর্মকর্তা (যুব কর্মসংস্থান) ফজিয়া জিয়াসমিন, জেলা কর্মকর্তা (অর্থ ও প্রশাসন) মো. কামাল হোসেন, জেলা কর্মকর্তা (স্বাস্থ্য ও পুষ্টি) ডা. দিশারী মন্ডল, ক্লাস্টার অফিসার মো জহির মাহমুদ খান, ব্রাকের এসডিপি প্রকল্পের (পিও) রেশমা খাতুন, ক্লাস্টার ফেসিলেটেটর মেজবাউদ্দিন মিরাজ প্রমুখ।‎

অনুষ্ঠানে তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজ দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক দিকনির্দেশনা ও আর্থিক সহায়তা পেলে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow