সেনাবাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে চাঁদাবাজ চক্রের ২ সদস্য আটক

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাসস্ট্যান্ডে সেনাবাহিনী, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে দুই চাঁদাবাজকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, গত কয়েকদিন ধরে ঢাকা ও অন্যান্য অঞ্চল থেকে আসা বাস চালক ও যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছিল একটি চক্র। এসব অভিযোগের ভিত্তিতে ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্পের গোয়েন্দা ইউনিটের নজরদারিতে আজকের অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে নগদ অর্থসহ হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয় এবং পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত থাকবে এবং ফরিদপুরে অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এই ধরনের যৌথ অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
What's Your Reaction?






