চরভদ্রাসনে ওমর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 19, 2025 - 19:48
 0  11
চরভদ্রাসনে ওমর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের ভাই মরহুম ওমর আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার মরহুমের নিজ বাড়িতে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে অংশ নেন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শাজাহান সিকদার এবং ফরিদপুর-৪ আসনের বিএনপি নেতা বাবুল হোসেনের সহধর্মিণী ও তাঁর সফরসঙ্গীরা।

এছাড়াও, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মরহুমের জীবন ও কর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়। আলোচনা শেষে মরহুম ওমর আলীর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow