সালথার সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বরের বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন তিনি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর পুনরায় দলে ফিরেছেন। দীর্ঘদিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে মো. আছাদ মাতুব্বরকে পূর্বে বিএনপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদন পর্যালোচনা শেষে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
পদ ফিরে পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করে মো. আছাদ মাতুব্বর বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে অংশ নেওয়ায় আমাকে বহিষ্কার করা হয়েছিল। এরপরও আমি দায় স্বীকার করে নীরবে দলের সাথে যুক্ত ছিলাম। কিছুদিন আগে আবেদন করার পর দল আমাকে পুনরায় সুযোগ দিয়েছে, এ জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আছাদ মাতুব্বর। এই অভিযোগের কারণে তাকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। যদিও তিনি ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে পরিচিত।
What's Your Reaction?
শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ