অভ্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত নয় - জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

অনলাইন ডেস্কঃ
Nov 20, 2025 - 14:45
 0  2
অভ্যন্তরীণ ইস্যুতে কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত নয় - জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে কোনও বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি পুনর্ব্যক্ত করেছেন, বাংলাদেশ কোনও ধরনের সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের দিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভে ড. খলিলুর রহমান এই মন্তব্য করেন।

এর আগে বুধবার, তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি দ্বিতীয় কোনো বাংলাদেশের উপদেষ্টার দিল্লি সফর। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইকে অংশগ্রহণের জন্য ভারত সফর করেছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow