সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগরে জামায়াতের বিক্ষোভ-অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) সকালে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
সকাল সাড়ে ১০টায় চান্দুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ চলে। এতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।
বক্তারা অভিযোগ করেন, দুই লক্ষাধিক ভোটারের বিজয়নগর পূর্ণাঙ্গ আসন হওয়ার যোগ্য হলেও বছরের পর বছর ধরে রাজনৈতিকভাবে বিভক্ত করে অবহেলিত রাখা হচ্ছে।
তিন ইউনিয়নকে পূর্বের আসনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।
বিজয়নগর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
What's Your Reaction?






