শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করল মানারাত ইউনিভার্সিটি

ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম শহীদ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মেধাবী ছাত্র শাকিল হোসেন পারভেজের কবর জিয়ারত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার (১৮ জুলাই) জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করেন তারা।
সকালেই ঢাকা থেকে যাত্রা শুরু করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলমের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন শহীদের বাবা বেলায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, বিজনেস ক্লাবের সভাপতি শেখ তাকিব হাসান, সিএসই ক্লাবের সভাপতি আনিস উদ্দৌলা, বিজনেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিব, সানজিদ, আহমেদ মনসুর, ডিবেট ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো. জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শহীদ শাকিল হোসেনের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহীদের পরিবারের খোঁজখবর নেন উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা।
এ সময় স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহাবুব আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র শাকিল হোসেন পারভেজ।
এরপর ৫ আগস্ট আশুলিয়ায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন ইইই বিভাগের ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহ। আহত হন বিভিন্ন বিভাগের আরও অনেক শিক্ষার্থী।
শহীদদের স্মরণে ও আহত শিক্ষার্থীদের সম্মান জানাতে ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
What's Your Reaction?






