রোয়াংছড়িতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সমন্বয় সভা
বান্দরবানের রোয়াংছড়িতে টাইফয়েড টিকা ক্যাম্পেইন (টিসিভি) উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সভা বসে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানার ওসি এম সাকের আহম্মেদ, কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদী জান্নাত, মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দীন আহম্মেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান কাউছার বলেন, “সরকার যে উদ্যোগ নিয়েছে তা শতভাগ বাস্তবায়নে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্যমাত্রা পূরণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় জানানো হয়, রোয়াংছড়ি উপজেলায় মোট ৬ হাজার ৬১৪ জন শিশু ও কিশোর-কিশোরীকে (৯ মাস থেকে ১৫ বছর বয়সী) টাইফয়েড টিকার আওতায় আনা হবে। ডা. এখিং মারমা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভুক্ত ও বহির্ভূত উভয় শিশুই এ টিকার আওতায় আসবে। তবে টিকা নিতে হলে নির্ধারিত তথ্য দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী নিয়োজিত থাকবে।
সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় সুধীজনরা অংশ নেন।
What's Your Reaction?
সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ