"রাতে মারা গেছে", সকালে স্বামীর এমন দাবি : গোসল করাতে গিয়েই ফাঁস হলো ভয়ঙ্কর রহস্য

"আমার স্ত্রী রাতে মারা গেছে, তাকে বাড়ি নিয়ে যাব।"—সকালে প্রতিবেশীদের কাছে স্বামীর এমন আকুতি শুনে সবাই এগিয়ে এসেছিলেন সাহায্যের জন্য। কিন্তু লাশ গোসল করাতে গিয়েই বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সত্য। মৃত নারীর গলায় স্পষ্ট কালো দাগ! মুহূর্তেই সহানুভূতির জায়গা নিল সন্দেহ। আর সেই সন্দেহের জেরেই আটক হলেন স্বামী, উন্মোচিত হলো এক নির্মম হত্যাকাণ্ডের ঘটনা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সাভারের আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায়। নিহত গৃহবধূর নাম আখী তারা (২৫)। এই ঘটনায় তার স্বামী মো. হৃদয়কে (৩২) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ক্ষুব্ধ প্রতিবেশীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্ডা এলাকার বাসিন্দা হৃদয় ও আখী তারা জামগড়ার মোস্তাফিজুর রহমানের বাসায় ভাড়া থাকতেন। হৃদয় রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী আখী তারা স্থানীয় একটি ক্যাপ ফ্যাক্টরিতে চাকরি করতেন।
প্রতিবেশীরা জানান, বুধবার সকালে হৃদয় কান্নাজড়িত কণ্ঠে সবাইকে জানায় যে তার স্ত্রী মারা গেছে এবং লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার জন্য গোসলের সাহায্য চায়। কিন্তু মহিলারা আখী তারার লাশ গোসল করাতে গেলে তার গলায় কালো দাগ দেখতে পান। এতে তাদের সন্দেহ হয় যে, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সঙ্গে সঙ্গে তারা হৃদয়কে আটক করে এবং আশুলিয়া থানায় খবর দেয়।
খবর পেয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
এসআই আতোয়ার রহমান জানান, "স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামীকে আটক করে থানায় নিয়ে এসেছি। লাশের গলায় কালো দাগ দেখা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি একটি হত্যাকাণ্ড এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






