রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Jul 30, 2025 - 15:40
 0  8
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে রাঙ্গামাটি ঝুলন্ত সেতু

যেখানে সারাবছর থাকতো পর্যটকদের উচ্ছল কোলাহল আর ক্যামেরার ক্লিক, সেখানে এখন কেবলই জলের নিস্তব্ধতা। রাঙ্গামাটির পর্যটন শিল্পের ‘আইকন’ আর সৌন্দর্যের প্রতীক—বিখ্যাত ঝুলন্ত সেতুটি এখন জলের নিচে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আগ্রাসনে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ায় সেতুটি পানিতে তলিয়ে গেছে। মন খারাপ করা এই দৃশ্যের পর দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে সেতুটিতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়তে থাকে। সোমবার (২৮ জুলাই) থেকেই সেতুর পাটাতনের কিছু অংশে পানি উঠতে শুরু করে। তবে বুধবার (৩০ জুলাই) সকাল ছয়টার দিকে পরিস্থিতি পাল্টে যায়; হ্রদের পানি আরও বেড়ে সেতুটি পুরোপুরি তলিয়ে যায়।

পরিস্থিতি পর্যালোচনার পর, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ১০টার দিকে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ সেতুটিতে চলাচলের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে।

এ বিষয়ে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, “বর্তমানে সেতুর পাটাতনের ওপর প্রায় চার ইঞ্চি পানি জমে আছে। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে আমরা সেতুতে প্রবেশ নিষিদ্ধ করেছি। তবে জরুরি প্রয়োজনে এবং পারাপারের সুবিধার্থে নিকটবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা আপাতত সেতুটি ব্যবহার করতে পারবেন।”

প্রতি বছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বাড়লে ঝুলন্ত সেতুটি ডুবে যাওয়া একটি পরিচিত দৃশ্য। তবে রাঙ্গামাটিতে ঘুরতে আসা অসংখ্য পর্যটকের জন্য মূল আকর্ষণ এই সেতুটি ডুবে যাওয়ায় পর্যটন খাতে সাময়িক স্থবিরতা নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow