মাগুরায় ইমাম-পুরোহিতদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
May 21, 2025 - 16:41
 0  2
মাগুরায় ইমাম-পুরোহিতদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি

মাগুরায় ইমাম ও পুরোহিতদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশন ভবন মিলনায়তনে জেলা মডেল আদর্শ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারীর সভাপতিত্বে কর্মসূচিতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ অংশগ্রহণ করেন।

ধর্মীয় নেতৃবৃন্দ নিরাপদ খাদ্য সম্পর্কে তাদের নিজস্ব মতামত তুলে ধরেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, খাদ্যে ভেজাল রোধে ধর্মীয় অনুশাসনের আলোকে জনগণকে সচেতন করা সম্ভব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। ধর্মীয় নেতা হিসেবে ইমাম ও পুরোহিতগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা সমাজে জনমত গঠনে বিশাল প্রভাব রাখতে পারেন।”

অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow