মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে অফিস ব্যবস্থাপনা বিষয়ে চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে “শিক্ষকদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন করা হয়েছে। গত ২০ মে থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে ২৩ মে পর্যন্ত।
চারদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মনীর হোসেন। কর্মশালায় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় অফিস ব্যবস্থাপনা, নথিপত্র রক্ষণাবেক্ষণ, দাপ্তরিক শৃঙ্খলা, প্রশাসনিক দক্ষতা এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো শিক্ষকদের প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধি করা, যা প্রতিষ্ঠান পরিচালনায় কার্যকর অবদান রাখবে।”
প্রশিক্ষণ কার্যক্রমটি প্রতিষ্ঠানটির সার্বিক প্রশাসনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?






