ফরিদপুরে মাদকের বিরুদ্ধে সেনা অভিযানে ফাইজুস পাভেল গ্রেফতার

মাদকের বিরুদ্ধে অভিযানে এবার ফরিদপুর সদর থেকে ধরা পড়ল চিহ্নিত মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সেনা ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েক দিন ধরে তার গতিবিধি নজরদারিতে ছিল। জানা যায়, ফাইজুস পাভেল দীর্ঘদিন ধরে ফরিদপুরে ইয়াবাসহ নানা মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে রয়েছে একটি অস্ত্র মামলা এবং পাঁচটি মাদক মামলা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০৫টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৮ হাজার টাকা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তীতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






