পাহাড়ে ভ্রমণে তিন শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Jun 6, 2025 - 14:33
 0  17
পাহাড়ে ভ্রমণে তিন শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার

দীর্ঘ প্রায় ৩৩ মাস পর বান্দরবানের থানচি ও রুমা উপজেলার পর্যটনকেন্দ্রসমূহে দেশীয় পর্যটকদের জন্য আরোপিত ভ্রমণ-নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে তিনটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা ও থানচি উপজেলার নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে। দ্বিতীয়ত, জেলা বা উপজেলা প্রশাসনের অনুমোদিত ও নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া কেউ ভ্রমণ করতে পারবে না। তৃতীয়ত, চেকপোস্ট বা পর্যটক তথ্য সেবা কেন্দ্রে প্রয়োজনীয় তথ্য পর্যটকদের অবশ্যই সরবরাহ করতে হবে।

এই সিদ্ধান্তের ফলে রুমা উপজেলার মুনলাই পাড়া ও বগালেক এবং থানচি উপজেলার তিন্দুমুখ, বড় পাথর ও তামাতুঙ্গী পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হলে রুমা ও থানচি উপজেলার সকল পর্যটন কেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সূত্র বলছে, বর্তমানে ওই দুই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে পর্যটনের মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পর্যটকদের চলাচলের ওপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, পূর্বে রুমা ও থানচি এলাকায় সশস্ত্র সংগঠনগুলোর অপহরণ ও অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তাজনিত উদ্বেগে সেখানে পর্যটকদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেনাবাহিনীর অভিযান চলমান থাকায় দীর্ঘ সময় ধরে এই দুই উপজেলা পর্যটকদের জন্য বন্ধ ছিল। অবশেষে পরিস্থিতি উন্নত হওয়ায় পর্যটনকেন্দ্রগুলো সীমিত পরিসরে খুলে দেওয়া হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow