ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন এবং নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৬টার দিকে শ্রীনগর থানাধীন কামারখোলা ব্রিজের ঢালে। ময়মনসিংহ থেকে ফরিদপুরের আটরশিগামী একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি বস্তাবোঝাই ট্রাক (নম্বর: খুলনা-ট-১১-২৩৬৪) এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস চাঁন মিয়া (৭০) নামে এক যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।
নিহত চাঁন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চর শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ফরিদপুরের আটরশি মাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। আহতরা হলেন—আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০) ও সোহেল (৩০)। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, একইদিন সকাল সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার দোগাছি এলাকার ওজোন স্টেশনের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে অন্তত পাঁচ যাত্রী আহত হন।
আহতরা হলেন—খাদিজাতুল কুবরা (০৪), তাহিয়া (৩০), সুমাইয়া (২০), আলিয়া বেগম (৫০) ও রতন হাওলাদার (৫০)। তারা সবাই সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা। শ্রীনগর ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
একদিনে এই দুটি দুর্ঘটনায় প্রাণহানি ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
What's Your Reaction?






