ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় বৃদ্ধ পান ব্যবসায়ীর মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে দ্রুতগামী সিএনজির ধাক্কায় মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর মহাসড়কের গোডাউন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম হাওলাদার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের আসমত আলী হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাগরিবের নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে দ্রুতগতির একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকায় স্যাকমো মনিমোহন মিস্ত্রী প্রাথমিক চিকিৎসা দিতে ব্যর্থ হন।
পরে স্বজনরা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ও সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
What's Your Reaction?






