ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 3, 2025 - 13:17
 0  1
ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুলকে হেয় প্রতিপন্ন, মানহানি ও মিথ্যা অপবাদের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বেলা ১২টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সকল ইউপি সদস্য। লিখিত বক্তব্য পাঠ করেন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল।

তিনি অভিযোগ করে বলেন, মঙ্গলবার (১ জুলাই) বালিপাড়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে দায়িত্বপ্রাপ্ত ডিলার ‘মেসার্স ইরা এন্টারপ্রাইজ’-এর মালিক মো. আব্দুল হাই নির্ধারিত ৭৮০ জন উপকারভোগীর মধ্যে চাল, তেল, ডাল ও চিনি না দিয়ে কেবলমাত্র ৬১৫ জনকে ৫ কেজি করে চাল দেন। বাকি পণ্যগুলো ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের বাথরুমে রেখে দেন। বিষয়টি আড়াল করতে আমাকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়।

চেয়ারম্যান বাবুল আরও বলেন, ওইদিন বিকেলে কালাম শিকদার, সোয়েব শিকদার, আলাউদ্দিন শিকদার ও খসরুল আলম আমার কার্যালয়ে ঢুকে ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন। তাদের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। এটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে অপচেষ্টায় লিপ্ত। আমি ইন্দুরকানী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. জলিল শেখ, মো. জামাল হাওলাদার, মো. রিয়াজ বয়াতী, নাসির উদ্দিন সেন্টু, শাহরিয়ার হোসেন, শিউলি পারভিন ও তাছলিমা বেগম।

এ সময় সাংবাদিকরা ইউনিয়ন অফিস পরিদর্শন করে দেখতে পান, সেখানে থাকা টিসিবির ডাল, চিনি ও চাল ছিল নিম্নমানের, পঁচা ও দুর্গন্ধযুক্ত।

এ বিষয়ে ডিলার মো. আব্দুল হাই বলেন, "আমি ইউএনও স্যারের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করবো না।"

এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কালাম শিকদার বলেন, "টিসিবির পণ্যে অনিয়ম হচ্ছে জেনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি, পণ্য ভ্যানগাড়িতে করে অন্যত্র নেওয়া হচ্ছে। আমরা প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষুব্ধ হন সংশ্লিষ্টরা।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসক হাসান বিন মুহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow