যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গুড্ডু আরিফকে আশুলিয়ায় গ্রেফতার করেছে র্যাব-৪

চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরিফুর রহমান ওরফে গুড্ডু আরিফ (৩৫) অবশেষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জালে ধরা পড়েছেন। বুধবার (২ জুলাই) সন্ধ্যায় র্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে ধারণ করে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও চাঞ্চল্যকর অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় অধিনায়ক, র্যাব-৪ এর নির্দেশনায় সিপিসি-৩ ও সিপিসি-২ এর সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার হওয়া আরিফ পটুয়াখালী সদর থানার কলেজ রোড ব্লকপাড়া এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০০৯ সালে পটুয়াখালীতে মো. মামুন মিয়াকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও পরে নির্যাতন করে হত্যার অভিযোগ রয়েছে। সেই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় আদালত আরিফকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকে গুড্ডু আরিফ দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে আত্মগোপনে ছিল। দীর্ঘদিন পলাতক থাকার পর পটুয়াখালী সদর থানার অনুরোধে র্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। পরে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






