আশুলিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি মোজাফফর, সম্পাদক নিপু

মো: শামীম আহমেদ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
May 3, 2025 - 00:44
 0  10
আশুলিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন: সভাপতি মোজাফফর, সম্পাদক নিপু

শিল্পাঞ্চল সাভারের সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী আশুলিয়া প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো: মোজাফফর হোসাইন জয় সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহাফুজুর রহমান নিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার, ১ মে রাতে আশুলিয়ার একটি রেস্টুরেন্টে ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠিত হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লাইজু আহাম্মেদ চৌধুরী (মোহনা টিভি), অপু ওহাব (চ্যানেল ২৪), জাকির হাসান (চ্যানেল আই), মেহেদী হাসান মিঠু (যুগান্তর), শেফালী আক্তার মিতু (বাংলাভিশন টিভি), এবং ওমর ফারুক (আরটিভি)। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মানিক (দিনকাল), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা), অর্থ সম্পাদক তুহিন আহামেদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক শফি মাহমুদ চৌধুরী (ডিবিসি নিউজ), এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ)। নির্বাহী সদস্য হয়েছেন জহিরুল ইসলাম খান লিটন (এশিয়ান টিভি) ও শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ)।

নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। তারা গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা হালনাগাদ এবং অন্যান্য প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেবেন।

উল্লেখ্য, ২০০৫ সালে গঠিত ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেস ক্লাব মূলধারার সংবাদকর্মীদের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow