সমর্থক সংগ্রহে জামায়াতের গণসংযোগ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
May 1, 2025 - 13:41
 0  3
সমর্থক সংগ্রহে জামায়াতের গণসংযোগ

আইন ও সৎ লোকের শাসন চাই”—এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সালথা উপজেলা সদর বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজন করে উপজেলা জামায়াত। গণসংযোগের অংশ হিসেবে পথচারীদের মাঝে লিফলেট, দাওয়াতী বই ও শরবত বিতরণ করা হয়। শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদের সভাপতিত্বে এবং মাঝারদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেন, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সালথা সদর ইউনিট জামায়াতের সভাপতি মাওলানা আবু সায়েম মোল্যা এবং ভাওয়াল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. ফরিদ আহম্মেদ।

বক্তারা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।” তারা দাবি করেন, জামায়াত ক্ষমতায় এলে সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দখল, চুরি, ছিনতাই ও ধর্ষণের মতো অপরাধ নির্মূল করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow