অক্ষয় তৃতীয়া উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান পালিত

অক্ষয় তৃতীয়া উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলার রাধানগর বাজারের ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের অংশগ্রহণে কীর্তন পরিবেশিত হয়। অনুষ্ঠানে ‘ভাগবত’ পাঠ করেন অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও বিশিষ্ট ধর্মীয় আলোচক স্বপন কুমার চক্রবর্তী।
অনুষ্ঠানে মন্দির কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় ভক্তবৃন্দ এবং সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে জানান আয়োজকেরা।
What's Your Reaction?






