ফরিদপুরে সুবর্ণা জুয়েলার্সে চুরি, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ফরিদপুর শহরের নীলটুলী এলাকায় অবস্থিত সুবর্ণা জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে চোরেরা দোকানের পার্শ্ববর্তী স্থানের টিন কেটে ভিতরে প্রবেশ করে এই চুরি সংঘটিত করে।
দোকান মালিক সুবোধ চন্দ্র দে জানান, চোরেরা দোকানের তালা না ভেঙে পাশের টিনের ঘরের ছাদ কেটে ভিতরে ঢোকে। দোকানে রুপার জুয়েলারি, স্বর্ণের নাকফুলসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, লক্ষাধিক টাকার মালামাল খোয়া গেছে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






