ফরিদপুরে বিস্ফোরক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল গ্রেপ্তার

নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা ইনামুল হাসান। বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক চাঞ্চল্যকর মামলায় এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি হিসেবে শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জালাল আলম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কামারগ্রামে ইনামুল হাসানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তিনি দুপুরের খাবার খেতে বাড়িতে অবস্থান করছিলেন। তখনই তাকে আটক করা হয়।
ওসি শাহ্ জালাল বলেন, “বিস্ফোরক মামলার এজাহারভুক্ত ৬৫ নম্বর আসামি ইনামুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আগামীকাল রবিবার আদালতে পাঠানো হবে।”
জানা যায়, ইনামুল হাসান ২০১৭ সালে নৌকা প্রতীক নিয়ে গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০২২ সালের ইউপি নির্বাচনে তিনি আবারও নৌকার মনোনয়ন পান, তবে স্বতন্ত্র প্রার্থী খান সাইফুল ইসলামের কাছে পরাজিত হন। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং কামারগ্রামের কুদ্দুস মোল্যার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন আলফাডাঙ্গা পৌরসভার বুড়াইচ এলাকার বিএনপি-সমর্থক দিনমজুর লাভলু সর্দার। মামলায় আওয়ামী লীগের ১৭০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এই মামলায় শুধু আলফাডাঙ্গা নয়, আশপাশের বোয়ালমারী উপজেলারও একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে অনেকেই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাদের কেউ কেউ জামিনে মুক্তি পেয়েছেন, আবার অনেকেই এখনো জেলহাজতে রয়েছেন।
গ্রেপ্তার ইনামুল হাসানকে রবিবার (১৩ জুলাই) আদালতে পাঠানো হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
What's Your Reaction?






