পিরোজপুরে পিবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
May 10, 2025 - 00:00
 0  5
পিরোজপুরে পিবিপ্রবিতে জিএসটি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের 'এ' ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পিবিপ্রবির একাডেমিক ভবন ও পিরোজপুর সরকারি মহিলা কলেজ উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৬ শতাংশ। একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত স্থাপত্য বিভাগের ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে পিবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম বিভিন্ন কেন্দ্র ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তার সাথে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ রফিকুল ইসলাম এবং পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল আউয়াল।

উপাচার্য ড. মোঃ শহিদুল ইসলাম ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, "শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন স্থানে রোল নম্বর, কেন্দ্র ও ভবনের নির্দেশক ব্যানার বসানো হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের জন্য বিশ্রামাগার, বিশুদ্ধ খাবার পানি, অ্যাম্বুলেন্স ও ইমারজেন্সি মেডিকেল টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।"

গুচ্ছ পদ্ধতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তিও কমানো সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে, পিবিপ্রবি কেন্দ্রকে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow